ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৪
সর্বশেষ:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ভোট গণনা চলছে...

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ৬ নভেম্বর ২০২৪  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৭ দোদুল্যমান রাজ্যের দিকে সবারই দৃষ্টি থাকে। ছবি: অন্তর্জাল

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৭ দোদুল্যমান রাজ্যের দিকে সবারই দৃষ্টি থাকে। ছবি: অন্তর্জাল


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ট্রাম্পের নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১২৬টি ইলেকটোরাল কলেজ ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়। এই হিসাবে ‘ম্যাজিক’ সংখ্যা স্পর্শ করতে ট্রাম্পের আর মাত্র ৬৯টি ইলেকটোরাল কলেজ ভোট দরকার।

মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। এরই মধ্যে অনেকগুলো অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে। এই ফলাফলে ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে ট্রাম্প বড় ব্যবধানে এগিয়ে আছেন।

উল্লেখ্য ৭ দোদুল্যমান রাজ্য এগিয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৭ দোদুল্যমান রাজ্যের দিকে সবারই দৃষ্টি থাকে। সেই রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন। এখন যে পরিস্থিতি তাতে সব কটিতে এগিয়ে রয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ১০টার দিকে নিউইয়র্ক টাইমস বলছে, ৭ রাজ্যের মধ্যে জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনা ট্রাম্প প্রায় নিশ্চিত জেতার পথে। প্রেসিডেন্ট হতে গেলে কমলা হ্যারিসকে এসব রাজ্যের মধ্যে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে জিততেই হবে। তবে এ ৩ রাজ্যেও এখন ট্রাম্প এগিয়ে।

NewsOne24.Com/আরএডব্লিউ

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত