মামদানি নিউইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
এই সপ্তাহে আমেরিকার বৃহত্তম শহর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে যদি বামপন্থী প্রধান প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি নির্বাচিত হলে নিজ শহরকেই ফেডারেল তহবিল দিতে অনিচ্ছুক হবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট হিসাবে আমার জন্য নিউইয়র্ককে প্রচুর অর্থ দেওয়া কঠিন হবে, কারণ নিউইয়র্ক যদি একজন কমিউনিস্ট পরিচালনা করেন, তবে আপনি সেখানে যে অর্থ পাঠাচ্ছেন তা কেবলই অপচয় করছেন।’
ট্রাম্প প্রশাসন বারবার ডেমোক্র্যাট-শাসিত অঞ্চলে অবস্থিত প্রকল্পগুলোর জন্য ফেডারেল অনুদান ও তহবিল কমানোর চেষ্টা করেছে।
ভোটের প্রাক্কালে জনমত জরিপগুলো মঙ্গলবার ইঙ্গিত দিচ্ছে, মামদানি তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর থেকে এগিয়ে আছেন।
মামদানি জিতলে তহবিল সম্পর্কে তার মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা ট্রাম্প দেননি। এই অর্থবছরে নিউইয়র্ক সিটি ৭.৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পেয়েছিল।
সিবিএসের ৬০ মিনিটস অনুষ্ঠানে একটি বিস্তৃত সাক্ষাৎকারে রবিবার ট্রাম্প বলেন, মামদানি মেয়র নির্বাচিত হলে বামপন্থী সাবেক নিউইয়র্ক সিটি মেয়র বিল দে ব্লাসিওকেও ‘খুব ভালো দেখাবে।’
মামদানি সম্পর্কে প্রেসিডেন্ট বলেন, ‘আমি দে ব্লাসিওকে দেখেছি তিনি কতটা খারাপ মেয়র ছিলেন, আর এই ব্যক্তি দে ব্লাসিওর চেয়েও অনেক খারাপ কাজ করবেন।’
নিউইয়র্কের কুইন্স বরোতে বেড়ে ওঠা ট্রাম্প এই সাক্ষাৎকারে কার্যকরভাবে একজন ডেমোক্র্যাট হওয়া সত্ত্বেও কুওমোকে সমর্থন করেন।
এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘আমি কুওমোর ভক্ত নই, তবে যদি খারাপ একজন ডেমোক্র্যাট এবং একজন কমিউনিস্টের মধ্যে নির্বাচন হয়, তবে সত্যি বলতে আমি সব সময় খারাপ ডেমোক্র্যাটকেই বেছে নেব।’
বিশ্বের একটি অর্থনৈতিক কেন্দ্র পরিচালনার জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী মামদানি নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে বর্ণনা করেন, যদিও তিনি কমিউনিস্ট হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি কৌতুক করে বলেছিলেন, তিনি ‘এক ধরনের স্ক্যান্ডিনেভিয়ান রাজনীতিবিদের মতো’, কেবল ত্বকের রঙে একটু গাঢ়।
মামদানি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হন, যেখানে কুওমো দ্বিতীয় হন। এই ৩৪ বছর বয়সী স্টেট অ্যাসেম্বলিম্যান সাবেক নিউইয়র্ক গভর্নরকে ট্রাম্পের পুতুল ও তোতাপাখি বলে অভিহিত করেছেন।
মামদানি সোমবার বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের কার্যকালের মানে উত্তর সিটি হলে তার প্রতিচ্ছবি তৈরি করা নয়। এর বিকল্প তৈরি করা, যা নিউইয়র্কবাসীরা তাদের নিজস্ব শহরে দেখতে মরিয়া এবং যা তারা প্রতিদিন নিজেদের ও তাদের প্রতিবেশীদের মধ্যে খুঁজে পায়—এমন একটি শহর যা এই স্থানটিকে বাড়ি বলে ডাকা প্রত্যেকের মর্যাদায় বিশ্বাস করে—সেই বিকল্প তৈরি করাই মূল লক্ষ্য।’
কুওমো ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোকাবিলা করার জন্য নিজেকেই একমাত্র অভিজ্ঞ প্রার্থী হিসেবে উপস্থাপন করে আক্রমণের এই ধারাটি প্রতিহত করার চেষ্টা করেছেন।
কোভিড-১৯ মহামারীর সময় যখন অনেক রাজ্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল, তখন তিনি নিউইয়র্কের গভর্নর ছিলেন। যদিও ওই প্রাদুর্ভাবের সময় নার্সিং হোমের মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম দেখানো হয়েছিল বলে রাজ্য তদন্তকারীরা খুঁজে বের করার পর কুওমো নিজেই তদন্তের সম্মুখীন হন।
একটি বিতর্কের সময় কুওমো বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেছি। যখন আমি নিউইয়র্কের জন্য লড়াই করব, তখন আমি থামব না’
ট্রাম্প অপরাধ দমনের অংশ হিসেবে ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন শহরগুলোতে ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করেছেন এবং একই সঙ্গে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা সীমিত করে এমন বিচারব্যবস্থাগুলোর তহবিল বন্ধ করার চেষ্টা করছেন।
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ডেটিং অ্যাপে প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
দেশের সর্বোচ্চ উঁচু পতাকাস্ট্যান্ডে উড়ল লাল-সবুজের পতাকা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে