ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৫০  

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ১৯ অক্টোবর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ভারতজুড়ে আজ শুক্রবার পালিত হচ্ছে দশেরা তথা রাবণ বধ। সেই উৎসবে শামিল হয়েছিলেন ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের চৌরা বাজারে হাজারো জনতা। কিছুক্ষণ পরই তাদের আনন্দ রূপ নিলো বিষাদে।

উৎসুক জনতা যখন দাঁড়িয়ে রাবণ বধ দেখছিল ঠিক সে সময়ই আগেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হলেন শতাধিক মানুষ। যোধা ফটক নামে ওই এলাকায় এমন দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত আরো অনেকে৷ যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক৷ মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ অমৃতসরের পুলিশ কমিশনার শুধাংশু শেখর বিবিসিকে বলেছেন, আরো কমপক্ষে একশ মানুষ আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইনের পাশে দাঁড়িয়ে রাবণ বধ দেখছিলেন প্রায় এক হাজার মানুষ। এর মধ্যে মহিলা এবং শিশুরাও ছিলেন। এমন সময় রাবনের গায়ে লাগানো বাজিগুলিও ফাটতে শুরু করে। কিছু রকেট এবং বাজি ছিটকে আসে ভিড়ের দিকে। ভয়ে অনেকেই পাশের রেললাইনের উপর উঠে আসেন। ঠিক সময় উল্টোদিকে থেকে আসছিল একটি দ্রুতগতির ট্রেন। চালক হর্ন দিলেও অনেকেই তা শুনতে পাননি। অনেকেই সেসময় ফোনে রাবণ বধের ছবি ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন। তাই ট্রেন আসার দিকে কারোর খেয়াল ছিল না।

অনেকেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হন। এদিকে, ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ।

নিউজওয়ান২৪/এমএম/এমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত