ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানি কূটনীতিক আটক
বিশ্ব সংবাদ ডেস্ক

পত্রিকায় প্রকাশিত ছবিতে (বা থেকে) পাকিস্তানি কূটনীতিক মাহমুদ আখতার এবং দুই ভারতীয় রমজান ও জাঙ্গির
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারত এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় মিডিয়া সূত্র বৃহস্পতিবার এ খবর দিয়ে জানায়, ওই কূটনীতিককে ইতোমধ্যে হেফাজতে নিয়েছে নয়াদিল্লি পুলিশ।
পাকিস্তানি কূটনৈতিক সূত্র জানয়েছে, মাহমুদ আখতার নামে পাকিস্তান অ্যাম্বেসির ওই ভিসা কর্মকর্তাকে ভারত ত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে দিল্লি।
একই ঘটনায় মাওলানা রমজান ও সুভাস জাঙ্গির নামে দুজন ভারতীয়কেও আটক করা হয়। তারা মাহমুদ আখতারের কাছে তথ্য পাচার করতো বলে অভিযোগ করেছে পুলিশ।
পাকিস্তানি মিডিয়া ডন.কম জানায়, এ ঘটনায় ভারতে নিযুক্ত পাকিস্তানি অ্যাম্বাসেডর আব্দুল বাসিতকে জরুরি তলব করা হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্তণালয়ে।
এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইটবার্তায় একথা জানান।
দিল্লি পুলিশের অপরাধ বিভাগের কমিশনার রবীন্দ্র যাদব জানান, গত বুধবার ওই কূটনীতিককে আটক করা হয় অকূটনৈতিকসুলভ কর্মাণ্ডের দায়ে। তার কাছ থেকে কিছু নথি তথা প্রমাণপত্র উদ্ধার করা হয়েছে। যাদব আরও জানান, উদ্ধার করা নথিতে রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিভিন্ন এলাকার অবস্থানগত তথ্য।
এদিকে, দিল্লিস্থ পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, হাইকমিশনার আব্দুল বাসিত ভারতীয় পররাষ্ট্র সচিবের কাছে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, দিল্লি কর্তৃপক্ষের এ আচরণ ১৯৬১ সালের ভিয়েনা চুক্তির লংঘন।
তিনি আরও বলেন, কূটনৈতিক মর্যাদার হানি করে এমন কাজ পাকিস্তান কখনো করে না।
নিউজওয়ান২৪.কম/এসকে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন