ব্রেক্সিটের পক্ষে-বিপক্ষে লন্ডনে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
ব্রেক্সিটের দ্বিতীয়বার গণভোটের দাবিতে লন্ডনের রাজপথে আন্দোলনে নেমেছিল লাখ লাখ ব্রিটিশ নাগরিক। এতে প্রায় ৭ লাখ বিক্ষোভকারী অংশ নেন। লন্ডনের মেয়র সাদিক খানসহ বড় দলগুলোর এমপিরা এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন এবং ফের গণভোটের দাবি জানিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এরই মধ্যে দ্বিতীয় গণভোটের দাবি নাকচ করে দিয়েছেন। গতকাল শনিবার আয়োজক সংগঠন দ্য পিপলস ভোট ক্যাম্পেইন জানিয়েছে, বিক্ষোভে ৬ লাখ ৭০ হাজার মানুষ অংশ নিয়েছেন।
আয়োজকরা জানান, ২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশের পর এটাই সবচেয়ে বড় সমাবেশ। স্কটল্যান্ড ইয়ার্ড বিক্ষোভে মানুষের সংখ্যা নিয়ে কোনো হিসাব দিতে পারেনি। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের দিকে মিছিল নিয়ে যান বিক্ষোভকারীরা। রাজধানীর বাইরে থেকে ১৫০টি বাসে করে বিভিন্ন সংগঠনের কর্মীরা বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভে অংশ নেয়া সেলিব্রেটি শেইফ দিলিয়া স্মিথ বলেন, এর আগে অনুষ্ঠিত গণভোটের সময় ভোটাররা বুঝতে পারেননি যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে কী ধরনের পরিণতি ভোগ করতে হবে তাদের; কিন্তু এখন আমরা ইইউতে থাকতে চাই।
মেয়র সাদিক খান বলেন, তরুণরা ব্রেক্সিট চায় না। প্রধানমন্ত্রী ব্রেক্সিট করলে তা হবে খারাপ। তার উচিত তরুণদের দাবিকে গুরুত্ব দেয়া। বিক্ষোভকারীদের অনেকে ইইউর পতাকা নিয়ে আসেন। তারা বলেন, ব্রেক্সিটের মাধ্যমে তাদের ভবিষ্যেক চুরি করা হচ্ছে।
লন্ডনের হ্যারোগেটে আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। লিভ মিনস লিভ নামের একটি গ্রুপ বিক্ষোভের আয়োজন করে। এতে নেতৃত্ব দেন সাবেক ইউকিপ নেতা নাইজেল ফারাজে।
তিনি বলেন, ভোটাররা তো আগেই তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। সরকার ভোটের আগে বলেছিল, তোমরা ত্যাগ করার পক্ষে ভোট দিলে ত্যাগ করা হবে। আর বিপক্ষে ভোট দিলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। তাই সরকারের উচিত ভোটারদের কাছে অঙ্গীকারের বাস্তবায়ন।
২০১৬ সালের জুনে অনুষ্ঠিত গণভোটে ব্রেক্সিটের পক্ষে ৫১ দশমিক ৪৯ ভাগ এবং বিপক্ষে ৪৮ দশমিক ১১ ভাগ ভোট পড়ে। আগামী বছরের ২৯ মার্চের মধ্যে ব্রিটেনকে ইইউ ছাড়তে হবে; কিন্তু এরই মধ্যে নানা ইস্যুতে ইইউ নেতাদের সঙ্গে ব্রিটেনের মতবিরোধ দেখা দিয়েছে। এর ফলে ব্রেক্সিট নিয়ে সময় বাড়ানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা।
সূত্র : খবর ডেইলি মেইল ও বিবিসির
নিউজওয়ান২৪/এমএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন