ঢাকা, ২৫ মে, ২০২৫
সর্বশেষ:

বোকো হারামের অপকর্মের ২ বছর: অপহৃত ছাত্রীদের ভিডিও প্রকাশ

বিলাতি নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:৫১, ১৫ এপ্রিল ২০১৬   আপডেট: ১৪:২৯, ২৩ এপ্রিল ২০১৬

দুই বছর আগে হাতে নাইজেরিয়ার চিবক থেকে অপহৃত স্কুলছাত্রীদের ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম।

সম্প্রতি সিএনএন প্রচারিত ওই ভিডিওতে স্কুলছাত্রীদের অশ্রুসিক্ত বাবা-মাদের অনেককেও দেখা যায়। তারা জঙ্গিদের পাঠানো ভিডিও দেখে নিজ নিজ সন্তানদের চিনতে পেরে কেঁদে ফেলেন।

প্রসঙ্গত, অপহৃত ছাত্রীদের অধিকাংশকেই এখনো উদ্ধার করতে পারেনি দেশটির সরকার।

জঙ্গিদের তরফ থেকে সরকারের কাছে পাঠানো ভিডিওটিতে ১৫ জন ছাত্রীকে দেখা যায়। ধারণা করা হচ্ছে গত ডিসেম্বরে ভিডিওটি ধারণ করা হয়েছে। কালো কাপড়ে ঢাকা ছাত্রীরা ওই ভিডিওতে নিজেদের অপহৃত হওয়ার কথা নিশ্চিত করেছে।

২০১৪ সালের মে মাসে নাইজেরিয়ার চিবক এলাকার গভর্নমেন্ট গার্লস সেকেন্ডারি স্কুল থেকে অপহরণের পর এই প্রথম ছাত্রীদের ভিডিও প্রকাশ করল বোকো হারাম। ২৭৬ জন ছাত্রীকে অপহরণের ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করলেও এখন পর্যন্ত নাইজেরিয়া সরকার বা আন্তর্জাতিক কোনো সংস্থা বা শক্তিই তাদের মুক্ত করতে পারেনি।

সিএনএন জানায় ‘প্রুফ অব লাইফ’ নামের ওই ভিডিওটি গতি ডিসেম্বরে জঙ্গি ও সরকারের মাঝে মধ্যস্থতাকারী পক্ষের কাছে পাঠানো হয়েছিল। মধ্যস্থাতাকারীরা ওই ছাত্রীদের উদ্ধারে উভয়পক্ষে সমঝোতার প্রচেষ্টা চালায়। তবে এখন পর্যন্ত সেই চেষ্টা সাফল্যের মুখ দেখেনি।

 

নিউজওয়ান২৪.কম/আরএম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত