ঢাকা, ২৩ মে, ২০২৫
সর্বশেষ:

বিয়ের অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ৫ মে ২০১৭  

ভারতের উত্তর প্রদেশের ইতাহ জেলায় ট্রাক খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার জলেস্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত এবং আহতরা একটি বিয়ের আংটি পরানোর অনুষ্ঠান শেষে ট্রাকটিতে করে বাড়ি ফিরছিলেন। এসময় ট্রাকটি রাস্তার পাশের একটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় ট্রাকটিতে ৫০জন আরোহী ছিলেন।

পঙ্কজ নামে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলন্ত অবস্থায় ট্রাকটির চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে বলেও জানান তিনি।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত