ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

বিধ্বস্ত প্লেনটি বোয়িংয়ের সর্বাধুনিক মডেলের

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ২৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া প্লেনটি (ফ্লাইট নং- জেটি৬১০) আমেরিকান বিখ্যাত প্রস্তুতকারী কোম্পানি বোয়িংয়ের সর্বাধুনিক মডেলের ছিল বলে মার্কিন সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

বোয়িং৭৩৭ ম্যাক্স-৮ মডেলের ওই প্লেনটি ইন্দোনেশীয় কর্তৃপক্ষের কাছে ‘পিকে-এলকিউপি’ নম্বরে রেজিস্ট্রেশন করা।

এ বিষয়ে দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির (এনটিএসসি) প্রধান সুয়েরজান্তো জাহজোনো বলেন, বিধ্বস্ত হওয়া প্লেনটি বোয়িং চলতি বছরের আগস্টে লায়ন এয়ারকে হস্তান্তর করে। সে হিসেবে প্লেনটি একরকম নতুনই ছিল।

জানা গেছে, ১৯৬৭ সালে বাণিজ্যিকভাবে বাজারজাত করা বোয়িংয়ের সর্বাধুনিক কয়েকটি মডেলের মধ্যে এটি একটি। ৭৩৭ মডেল ধরে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি প্লেন প্রস্তুত করেছে কোম্পানিটি। তার মধ্যে সব সময়ই বেশি বিক্রি হয়ে আসছে এ জেটলাইনারটিই।

সোমবার (২৯ অক্টোবর) ১৮৯ আরোহী নিয়ে লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি সমুদ্রে বিধ্বস্ত হয়ে যায়। এর আগে দেশটির রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বোয়িং৭৩৭ ম্যাক্স-৮ প্লেনটি নিখোঁজ হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ফ্লাইটটি জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এর ১৩ মিনিট পর অর্থাৎ ৬টা ৩৩ মিনিট থেকেই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। যা মাত্র এক ঘণ্টা পরই ৭টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল।

ইন্দোনেশীয় সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট বলছে, প্লেনটিতে দুই নবজাতক, এক শিশু, দুই পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ ১৮৯ জন আরোহী ছিলেন। তবে প্রাথমিক আরোহীদের আরোহীদের জাতীয়তা জানা যায়নি।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত