বিজেপি নেতার বোন-কন্যারাই `বেশ্যা`: মায়াবতী
সার্ক অঞ্চল ডেস্ক

মায়াবতী ও দয়াশংকর -ফাইল ফটো
মায়াবতীকে অশ্লীল সম্বোধনে আক্রণের খেসারত দিতে হলো ভারতের উত্তর প্রদেশ (ইউপি) বিজেপির উপাধ্যক্ষ দয়াশংকর সিংহকে। শুধু তাই নয়, তাকে দল থেকেও বহিষ্কার করা হতে পারে বলে বুধবার জানিয়েছে হিন্দি পত্রিকা নবভারতটাইমস.কম।
দয়াশংকরের অপরাধ- তিনি নির্বাচনে দলীয় মনোনয়নের টিকিট বিক্রির অভিযোগ তুলে বিএসপি (বহুজন সমাজ পার্টি) প্রধান মায়াবতীর সমালোচনা করতে গিয়ে তাকে ‘বেশ্যা’র সঙ্গে তুলনা করেছিলেন। এরপর পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ হওয়ার পটভূমিতে দয়াশংকর ঝটপট ক্ষমাও চেয়ে নেন মায়াবতীর কাছে।
অবশ্য ইউপির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধান (অধ্যক্ষ) প্রসাদ মৌর্য তার ডেপুটির ওই আপত্তিকর বক্তব্য প্রসঙ্গে বলেন, দয়াশংকরের এই সমালোচনা বরদাশত করার যোগ্য না। এ কারণে আমরা তাকে পার্টির সব পদ থেকে বহিষ্কার করেছি।
তবে পোড় খাওয়া রাজনীতিক এবং ধর্মীয় সংখ্যালঘু, অনগ্রসর ও দলিতদের নেত্রী মায়াবতীও বয়সে তরুণ দয়াশংকরের এহেন অসভ্য-অশালীন আচরণে ছেড়ে কথা বলেননি। ডিএনএ ইন্ডিয়া.কম জানায়, তিনি বিনয়ের সঙ্গে জানিয়েছেন- মৌলবাদী বিজেপি নেতা দয়াশংকরের ওই মন্তব্য তার নিজের বোন এবং কন্যাদের জন্যই প্রযোজ্য।
অপরদিকে, দলের সিনিয়র নেতা প্রসাদ মৌর্যের এই সিদ্ধান্ত ঘোষণার আগে দয়াশংকর মায়াবতীর কাছে ক্ষমা চেয়ে বলেন, মায়াবতী বড় নেতা। আমি কোনোভাবেই এমন কথা বলতে পারি না। আমি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাই। মায়াবতীজীর বিষয়ে আমি এমন কথা ভাবতেও পারি না। তিনি অনেক লড়াই-সংগ্রামের পর আজকের অবস্থfনে পৌঁছেছেন।
বিএসপির সর্বভারতীয় সভাপতি দিল্লিতে জন্ম নেওয়া মায়াবতী প্রভুদাস ওরফে কুমারী মায়াবতী বা স্রেফ মায়াবতী ইউপির শীর্ষ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের একজন যিনি চার চার বার সেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৬০ বছর বয়সী এই নেতা সর্বশেষ ইউপির মুখ্যমন্ত্রী ছিলেন ২০০৭-২০১২ মেয়াদে।
নিউজওয়ান২৪.কম/একে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন