ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫
সর্বশেষ:

বরিশালের নতুন নগরপিতা আবুল খায়ের আব্দুল্লাহ

বরিশাল সংবাদদাতা

প্রকাশিত: ২১:৪২, ১২ জুন ২০২৩  

ফাইল ফটো

ফাইল ফটো


বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়রপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ নৌকা প্রতীকে ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। 

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।

বরিশালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, মো. আসাদুজ্জামান ও আলী হোসেন হাওলাদার।

এছাড়া ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বরিশালে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত