ফ্রান্সে বাস্তিল উৎসবে ট্রাক হামলা ও গুলি, নিহত ৮৪
বিশ্ব সংবাদ ডেস্ক

ঐতিহাসিক বাস্তিল দিবসের আতশবাজির উৎসবে সমবেত জনতার ওপর দিয়ে আচমকা ট্রাক চালিয়ে ও নির্বিচার গুলি করে অন্তত ৮৪ জনকে হত্যা করেছে এক হামলাকারী।
বৃহস্পতিবার রাতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। ঘাতকের হাতে তাৎক্ষণিকভাবে ৮০ জন এবং পুলিশের গুলিতে ঘাতক নিহত হয়। পরে চিকিৎসাধীণ অবস্থায় আরও ৪ জন মারা যান। চিকিৎসাধীন আরও বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।
তাণ্ডব শুরুর একপর্যায়ে পুলিশ হামলকারী চালককে গুলি করে হত্যা করে ট্রাকটি থামায়। নইলে হতােহতের সংখ্যা আরও বেশি হতে পারতো।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ১৪ জুলাই বাস্তিল দিবস উদযাপন করতে দেশের অন্যন্য স্থানের মতো বহু লোক নিস শহরের বিখ্যাত প্রমেনেদ দে আঁগলাইসে জড়ো হয়। সেই জমাট ভিড়ের মধ্য দিয়ে ঘাতক ৭৫ টনি ওই ট্রাকটি একশ মিটারের বেশি রাস্তা চালিয়ে নিয়ে যায়।
৩১ বছর বয়সী ওই হত্যাকারীকে প্রাথমিকভাবে তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি বলে সনাক্ত করা গেছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলান্দ এ্ ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন। তিনি মন্ত্রীসভার জরুরি বৈঠক ডেকেছেন।
প্রসঙ্গত, গত বছর ফরাসি রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। ওই জরুরি অবস্থাকালীন সময়ের মধ্যেই আবারও এমন ভয়াবহ ঘটনা ঘটল যা পুরো ফ্রান্সসহ ইউরোপকে নাড়িয়ে দিয়েছে।
নিসের বাসিন্দা ওই হামলাকারী আইএসের পক্ষে কাজ করছিল কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফ্রান্সজুড়ে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও তিনমাস বাড়িয়েছেন প্রেসিডেন্ট ওঁলান্দ। একাজে সশস্ত্র বাহিনীর আরও ১০ হাজার সদস্যকে মোতায়েনের কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় পত্রিকা নিস মাতাঁ’র এক সাংবাদিক জানান, হামলার পরে পুরো এলাকা রক্তে একাকার হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অনেকের অবস্থাই গুরুতর।
প্যারিসে গত বছরের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ফ্রান্সে জারি করা জরুরি অবস্থার মেয়াদ চলতি মাসের শেষের দিকে সমাপ্তির কথা ছিল।
নিউজওয়ান২৪.কম/এসএল
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন