‘প্রকৃত মুসলমান বিজেপিকে ভোট দিতে পারে না’
বিলাতি নিউজ

প্রকৃত মুসলমানরা বিজেপিকে ভোট দিতে পারে না। একথা বলেছেন ভারতের সমাজবাদী পার্টির (বিএসপি) মহারাষ্ট্র শাখার সভাপতি আবু আসিম আজমি।
শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে আজমি বলেন, “বিজেপি বরাবর মুসলমানদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে। তাদের প্রতি অন্যায় করেছে। তাই একজন প্রকৃত মুসলমান কী করে তাদের ভোট দেবে?”
তিনি বলেন, “একটা সময় ছিল যখন উত্তরপ্রদেশে মাদ্রাসাগুলোকে অন্যায়ভাবে আইএসআইয়ের ঘাঁটি বলা হত। কিন্তু সপা ক্ষমতায় আসার পর মাদ্রাসাগুলো ন্যায়বিচার পেয়েছে। এখন কেউ আর মাদ্রাসাগুলোকে আইএসআইয়ের সঙ্গে এক করে দেখাতে সাহস পায় না!”
এর আগে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের খলিলাবাদে সমাজবাদী পার্টির প্রার্থী বলচন্দ্র যাদবের সমর্থনে একটি জনসভায় আবু আজমি বলেছিলেন, "কোনো মুসলমান যদি সমাজবাদী পার্টিকে ভোট না দেয় এবং তার বিরুদ্ধে কথা বলে, তা হলে সে মুসলমানই নয়। তার ডিএনএ পরীক্ষা করা দরকার। দেখতে হবে সে আরএসএস থেকে এসে মুসলিম হয়েছে কি না? আমি বলব, সেক্ষেত্রে তাকে সাচ্চা মুসলিম বলা যাবে না।"
তিনি বলেন, " বিজেপি’র ‘হিন্দু-হিন্দু, ভাই-ভাই’ স্লোগান বিষ ছড়াচ্ছে। গুজরাট দাঙ্গার পরও যদি বিজেপি দাবি করে যে, তাদের মুসলমানরা সমর্থন করছে, তা হলে বলব সেসব মুসলমানের ডিএনএ পরীক্ষা করে দেখতে হবে।"
এদিকে, আবু আজমির এসব বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে উত্তর প্রদেশ বিজেপির মুখপাত্র সাইনা এনসি বলেছেন, ভোটব্যাংকের রাজনীতির স্বার্থেই আবু আজমি এ ধরনের মন্তব্য করছেন। আবু আজমির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর হুমকি দিয়েছে বিজেপি।
বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ০৩ মে, ২০১৪
আরএ/
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন