পানামা পেপার্স কেলেঙ্কারির তদন্তে থাকা সাংবাদিক খুন
আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি
ইউরোপের ছোট্ট দেশ মাল্টায় পানামা পেপার্স দুর্নীতি ফাঁস করেছিলেন এক নারী সাংবাদিক। দীর্ঘদিন পর তাকেই শিকার হতে হলো খুনের। গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়েছে। গত সোমবার ঠিক বাড়ির কাছেই ড্যাফেন কারুয়ানা গালিজিয়া নামে ওই সাংবাদিক গাড়ি বোমা বিস্ফোরণের শিকার হন।
লন্ডনভিত্তিক পত্রিকা দ্য গার্ডিয়ান জানায়, সোমবার বিকেলে বাড়ির কাছে গালিজিয়ার গাড়িটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর গাড়িটি ছিন্নভিন্ন হয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে।
মাল্টার সবচেয়ে জনপ্রিয় এই অনুসন্ধানী সাংবাদিকের নিহত হওয়ার ব্যাপারে বলতে গিয়ে তার ছেলে রয়টার্সকে জানান, বিভিন্ন রাজনৈতিক দুর্নীতির মুখোশ উন্মোচনের কারণে তাকে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়।
মাল্টার সংবাদপত্রগগুলোর সম্মিলিতভাবে যতো পাঠক ব্লগার গালিজিয়ার লেখাগুলো তারচেয়ে বেশি সংখ্যক পাঠক পড়তেন। সম্প্রতি তাকে ‘ওয়ান উইম্যান উইকিলিকস’ খেতাব দিয়েছিল পলিটিকো ওয়েবসাইট। তার ব্লগে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হতো।
সম্প্রতি তিনি মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট ও তার ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে কর ফাঁকি দেওয়া কয়েকটি অফশোর কোম্পানির সম্পর্কের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন।
গাজিরিয়াকে হত্যার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে ১৫ দিন আগে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন তিনি হত্যার হুমকি পাচ্ছেন।
মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইস কলিরো প্রেসা এক বিবৃতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই মুহূর্তে দেশ যখন এই নৃশংস হামলার কারণে স্তব্ধ হয়ে গেছে, তখন আমি সবাইকে তাদের মুখ সংযত করার, কোনো সিদ্ধান্ত প্রচার না করার এবং সংহতি দেখানোর আহ্বান জানাচ্ছি।
গাড়ি বোমা হামলায় নিহত হওয়ার সময় গাজিরিয়ার বয়স ছিল ৫৩। স্বামী ও তিন ছেলে রয়েছে তার। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন