পাকিস্তানকে ছাড়াই কাতারে তালেবান-আফগান গোপন ‘শান্তি’ বৈঠক
বিশ্ব সংবাদ ডেস্ক

ফাইল ফটো
মধ্যপ্রাচ্যের কাতারে তালেবান জঙ্গি গোষ্ঠীর সঙ্গে এক গোপন ‘শান্তি’ বৈঠকে করেছে আফগান সরকারের প্রতিনিধি দল। বুধবার বৃটিশ পত্রিকা গার্ডিয়ান জানায়, গত সেপ্টেম্বরে শুরু ওই বৈঠকের ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ডও সমাপ্ত হয়েছে।
মূলত তালেবান জঙ্গিদের সঙ্গে আফগান সরকারের চলমান বৈঠকের ধারবাহিকতা বলা যায় একে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতার বরাতে পত্রিকাটি জানায়, বৈঠকে এক উচ্চপদস্থ মার্কিন কূটনৈতিক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, কাতারে তালেবানদের একটি রাজনৈতিক অফিস রয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ২০১৩ সালে নিহত এবং আফগান তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ভাই মোল্লা আব্দুল মান্নান। তবে পাকিস্তানের পক্ষে এতে কেউ উপস্থিত ছিল না বলে জানায় গার্ডিয়ান।
আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অফিসের এক কর্মকর্তাও কাতারের রাজধানী দোহায় তালেবানদের সঙ্গে আফগান সরকারি প্রতিনিধি দলের দুইটি বৈঠকের কথা স্বীকার করেছেন।
তবে তালেবান বা ওয়াশিংটন কেউ আনুষ্ঠানিকভাবে শান্তি বৈঠকের কথা স্বীকার করেনি এখন পর্যন্ত।
সেপ্টেম্বরের ওই বৈঠকের ফলাফল কী- তা এখনো পরিষ্কার না হলেও তালেবান একটি সূত্র জানায়, বৈঠক ইতিবাচক ছিল এবং তিক্ততামুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সূত্র আরও জানায়, মার্কিন সমর্থিত আফগান বাহিনীর সঙ্গে দেশজুড়ে ফের জোরেশোরে শুরু হওয়া লড়াইয়ের মাঝেও চলতি মাসে বৈঠকের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
দ্য ডন জানায়, এর আগে পাকিস্তানের দূতিয়ালিতে আফগান সরকার ও তালেবানদের মাঝে শান্তি-বৈঠক কিছুটা সাফল্যের মুখ দেখলেও গত মে মাসে পাকিস্তানের লাহোরে মার্কিন ড্রোন হানায় তৎকালীন তালেবান চিফ মোল্লা আখতার মনসুর নিহত হলে ভেস্তে যায় সব। এরপর নয়া তালেবান নেতা হায়বতুল্লাহ আখুন্দজাদার অধীনে চলতি গ্রীষ্মে যুদ্ধের তীব্রতা বেড়ে যায়।
নিউজওয়ান২৪.কম- এ এই ধারার আরও খবর পড়তে ক্লিক করুন নয়া তালেবান চিফ আখুন্দজাদা যোদ্ধা নন ‘পণ্ডিত’!
এদিকে, গত বছর থেকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান সরকারে সম্পর্কে শীতলতা বিরাজ করছে। এর পেছনের কারণ ছিল ইসলামাবাদ সরকারের বিরুদ্ধে কাবুল ও ওয়াশিংটনের অভিযোগ- যাতে দাবি করা হয়, তালেবানদের পৃষ্ঠপোষকতা করছে পাকিস্তান এবং তাদের শান্তি আলোচনার টেবিলে বসাতে সঠিক পদক্ষেপ নিচ্ছে না। তবে পাকিস্তান অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।
নিউজওয়ান২৪.কম/এমএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন