ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ১৫ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নয়াপল্টন এলাকায় ড্রোন উড়তে দেখা গেছে। এটি দুই দফায় উড়ানো হয় বলে জানিয়ে প্রত্যক্ষদর্শীরা। আর এ কারণে সেই এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।  তবে এলাকাটি গুরুত্বপূর্ণ হওয়ায় জনমতে প্রশ্ন জেগেছে, ড্রোনটি কাদের, কিসের খবর নিচ্ছে তারা?

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা ৮ মিনিট থেকে শুরু করে ড্রোনটি ওড়ানো হয় ৩টা ২০ মিনিট পর্যন্ত। বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন আশপাশ এলাকায় ড্রোন ওড়ানোয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে।

তাদের ধারণা, গতকাল পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষের পর নেতাকর্মীদের আটক করার আগে পরিস্থিতি দেখার জন্য পুলিশ বা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ ড্রোনটি ওড়ানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন জানান, ড্রোনটি ওড়ানো হয় স্কাউট ভবনের ছাদ থেকে। দুই দফায় ওড়ানো হয়। কারা ড্রোনটি নিয়ন্ত্রণ করছে তা খালি চোখে দেখা যায়নি। পরবর্তীতে ক্যামেরা জুম করে ছাদে তিনজন পুলিশ সদস্যকে ড্রোনটি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দূর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ড্রোন ওড়ানো হতে পারে। কারণ, গতকাল সংঘর্ষ হয়েছে। পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেয়া। নিরাপত্তার স্বার্থে আশপাশের পরিস্থিতি দেখার জন্য ড্রোন ওড়ানো হতে পারে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত