ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা: হোয়াইট হাউস
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যেসব যৌন হয়রানির অভিযোগ ওঠেছে তার সবগুলোই মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেসসচিব সারাহ হুকাবি স্যান্ডারস।
ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের ব্যাপারে একজন সাংবাদিক হোয়াইট হাউসের অবস্থান জানতে চাইলে তিনি এ কথা বলেন।
হোয়াইট হাউসের ব্রিফিংয়ের সময় সম্প্রতি ক্ষমতাবান ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ এবং এবিসি নিউজের সাবেক সাংবাদিক মার্ক হ্যালপেরিনের নামও উঠে আসে।
সিবিএস নিউজের সাংবাদিক জ্যাকুলিন আলেমানি বলে উঠেন, অবশ্যই যৌন হয়রানি বড় ধরনের সংবাদ। প্রেসিডেন্টের (ট্রাম্পের) বিরুদ্ধে অন্তত ১৬ জন নারী যৌন হয়রানির অভিযোগ করেছেন। গত সপ্তাহে রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট দাবি করলেন, এগুলো ভুয়া সংবাদ। তাহলে কি সরকারিভাবে হোয়াইট হাউসের অবস্থান এটাই যে, সব নারী মিথ্যা বলছেন?
সঙ্গে সঙ্গে সারাহ হুকাবি স্যান্ডারস উত্তরে জানান, হ্যাঁ, শুরু থেকেই আমাদের কাছে বিষয়টি পরিষ্কার এবং এ ব্যাপারে প্রেসিডেন্ট নিজেও কথা বলেছেন।
আবারও প্রশ্ন করেন জ্যাকুলিন আলেমানি। সামার জার্ভোস নামের এক নারীর অভিযোগের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এই নারী ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাকে জোরপূর্বক চুম্বন করে বুকে হাত দিয়েছেন তিনি।
এ ব্যাপারে ট্রাম্প জানান, এগুলো সব ভুয়া খবর।
একেবারেই ভুয়া। এগুলো বানোয়াট এবং অপমানজনক। এতে করে কী এমন হবে, কিন্তু বিশ্ব রাজনীতিতে তার প্রভাব পড়বে।
২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় জোরপূর্বক স্পর্শ করা, চুম্বন করার অভিযোগ করেছেন ১১ জন নারী। আর অন্যদের আগের বিভিন্ন সময়ে ট্রাম্প যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ ওঠে।
হার্ভে উইনস্টেইন, বিল ও’রিয়্যালি, জরার আইলেস এবং হ্যালপেরিনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর ট্রাম্পের ব্যাপারটাও নতুনভাবে আলোচনায় এসেছে।
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন