ট্রাম্পের ফোন ধরছেন না মোদি!
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার ফোন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প চারবার ফোন করলেও তা ধরেননি মোদি।
সম্প্রতি জার্মানির সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালগেজাইন জেইটুং এক প্রতিবেদনে এই দাবি করে।
সংবাদপত্রটির দাবি, ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং দেশটির অর্থনীতিকে ‘মৃত’ বলে অপমান করেছিলেন ট্রাম্প। ফলে মোদি অপমানিত বোধ করেন এবং প্রতিশোধ নিতে ট্রাম্পের ফোন উপেক্ষা করেন। পত্রিকাটি উল্লেখ করেছে, মোদির এমন আচরণ থেকে বোঝা যায় যে, তিনি মার্কিন প্রেসিডেন্টের উপর কতটা বিরক্ত।
ফ্রাঙ্কফুর্টার অ্যালগেজাইন জেইটুং আরও বলেছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের কারণে ভারতে তার সম্পর্কের ধারণা বদলে গেছে। ভারত ও যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল। এই চুক্তির লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে দু’দেশের মধ্যে বাৎসরিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছানো। চুক্তিটি এই শরতে স্বাক্ষর হওয়ার কথা থাকলেও ২৫ আগস্টের জন্য নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে।
গত ৬ আগস্ট ভারতের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। ২৭ আগস্ট থেকে অতিরিক্ত শুল্ক কার্যকর হচ্ছে। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের রাশিয়ান তেল কেনার সমালোচনা করেছে। ট্রাম্প বলেছেন, ভারত সবসময় রাশিয়া থেকে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম কেনে এবং চীনের সঙ্গে রাশিয়া থেকে সবচেয়ে বেশি জ্বালানিও আমদানি করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমালোচনার নিন্দা জানিয়েছে। এই বর্ধিত শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর করার কথা রয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, তাস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন