ট্রাম্পের ছবিওয়ালা টয়লেট পেপার ধূমসে চলছে যুক্তরাষ্ট্রে
বিশ্ব সংবাদ ডেস্ক

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্পের ছবিওয়ালা টয়লেট টিস্যু নাকি হটকেকের মতো বিক্রি হচ্ছে আমেরিকায়। এই টয়লেট পেপারের জন্মস্থান চীন অর্থাৎ এটি একটি মেড-ইন চায়না পণ্য।
জানা গেছে, আজকাল হাজার হাজার আমেরিকান সকালে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ সারার পর পরিচ্ছন্ন হচ্ছেন ট্রাম্পের ছবি অঙ্কিত টয়লেট পেপারে।
স্মর্তব্য, কিছুদিন আগে এক নির্বাচনী র্যালিতে ট্রাম্প অনেক আবেগঘন কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি-মানমর্যাদা নিয়ে। অর্থনৈতিক তথা বাণিজ্যিক দিক দিয়ে চীনের ‘চাতুরি’ প্রসঙ্গে তিনি তখন বলেছিলেন, চীন আমাদের বলাৎকার করছে, অনেক সয়েছি- আর না। অনেকে এই টয়লেট পেপারের বিষয়টিতে সেই ঘটনা নিয়ে ব্যঙ্গের আবহ অনুধাবন করছেন।
র্যালিতে তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যকে চীন হত্যা করছে। র্যালিতে তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চীনের খপ্পর থেকে হারানো কাজভাজ সব ফিরিয়ে আনবেন তিনি প্রেসিডেন্ট হলে এবং দেশটিকে ঠিকমতো ‘সাইজ’ করবেন।
এদিকে, সোমবার ট্রাম্পের ছবিসমেত টয়লেট পেপারের সংবাদ পরিবশন করে ইন্ডিয়া টাইমস জানায়, আমেরিকানদের চাকরি-বাকরি চীন ছিনিয়ে নিচ্ছে এবং মার্কিনিদের তৈরি বাজার থেকে ফায়দা লুটছে- ট্রাম্পের এ ধরনের অভিযোগে সংক্ষুব্ধ চীনা ব্যবসায়ীরা ‘প্রতিশোধ’ হিসেবে এই টয়লেট পেপার কাণ্ড ঘটিয়েছেন।
জানা গেছে, অনেক চীনা কোম্পানি ‘ডাম্প উইথ ট্রাম্প’ (ট্রাম্পের সঙ্গে আস্তাকুঁড়ে ফেলুন) স্লোগান লেখা টয়লেট পেপার বানাচ্ছে দেদারসে।
ট্রাম্পের চেহারার অনেক ধরনের অভিব্যক্তির ছবি সম্বলিত টয়লেট পেপার থেকে ক্রেতা তার পছন্দেরটি বেছে নিতে পারবেন। কোনো ছবিতে তাকে দেখা যাচ্ছে হাস্যরত, কোনোটায় কামুক ভাব, কোনোটায় অন্য কিছুর ইঙ্গিতপূর্ণ।
এই টয়লেট পেপারে ধুমসে ব্যবসা করে নিচ্ছেন দোকানদাররা। জানা গেছে, পাইকারি মূল্যে চাইনিজদের কাছ থেকে মাত্র ৫০ সেন্টে কেনা ট্রাম্প-টয়লেট পেপার ই-বে কিংবা অ্যামাজনের অনলাইন শপিংয়ে অনেককেই কিনতে হচ্ছে ৩০ ডলার পর্যন্ত দাম দিয়ে।
বিষয়টি নিয়ে মজা-ফান-রগড় করতে ছাড়ছেন না মার্কিনিরা। যেমন দেশটির নারী ফুটবল দলের সদস্য সিডনি লেরাউক্স ইন্সটাগ্রামে ট্রাম্প-টয়লেট পেপারের একটি ছবি পোস্ট করে মন্তব্যে বলেন, আমার স্বামী এইমাত্র আমাদের ঘরে ব্যবহারের এজন্য এক বোঝা এই বস্তুর অর্ডার করেছেন। আমি একে পছন্দ করছি. অভূতপূর্ব টয়লেট পেপার।
তবে ট্রাম্পের ছবিওয়ালা টয়লেট পেপার মার্কিনিরা ঠিক ঠিক মলত্যাগের পর ব্যবহার করুক বা স্রেফ মজা করার জন্য উপহার হিসেবে আদান প্রদান করুক- তাতে কিছু আসে যায় না। এখানে একটা বিষয় পরিস্কার, তারা ট্রাম্প টয়লেট পেপার ব্যবহারে ব্যাপক আমোদ অনুভব করছে।
প্রসঙ্গত, নির্বাচনী বক্তব্যে এর আগে যুক্তরাষ্ট্রের মুসলমানদের নিয়ে একাধিকবার আক্রমণাত্মক ও অসৌজন্যমূলক বক্তব্য দিয়ে চরম বিতর্কের সৃষ্টি করেন ট্রাম্প।
এদিকে, পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, এ ধরনের জঘন্য আক্রমণ শেষ পর্যন্ত ট্রাম্পের জন্য শাপে বর হয়ে দেখা দিতে পারে। হয়তো এতে করে হঠাৎ আমেরিকান আবেগ জেগে উঠে ভোটের বাক্সে বিপ্লব ঘটিয়ে দিতে পারে। জিতে যেতে পারেন ৬৯ বছর বয়সী রিয়েল এস্টেট টাইকুন ট্রাম্প।
চীন আমাদের বলাৎকার করছে, অনেক সয়েছি- আর না: ট্রাম্প
নিউজওয়ান২৪.কম/এসএল
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন