ঢাকা, ০১ মে, ২০২৫
সর্বশেষ:

ট্রাকের ছোবল থেকে কোনোমতে বাঁচলেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম

বগুড়া সংবাদদাতা

প্রকাশিত: ১২:০২, ৩০ মার্চ ২০১৯  

হাসপাতালের বেডে খুরশীদ আলম

হাসপাতালের বেডে খুরশীদ আলম

সড়ক পথের আতঙ্ক যন্ত্রদানব ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশীদ আলম। গতকাল (শুক্রবার, ২৯ মার্চ) দিনগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় তার প্রাইভেট কারের। এতে গুরুতর তিনি আহত হন। তার মাথায় আঘাত লাগে ও কয়েকটি দাঁত ক্ষতিগ্রস্থ হয়। 

বলা যায়, কোনোমতে প্রাণে বেঁচেছেন সত্তর ও আশির দশকের অসম্ভব জনপ্রিয় এই বর্ষীয়ন প্লেব্যাক সিঙ্গার। দুর্ঘটনা ঘটানো ট্রাকটি পালিয়ে গেছে। 

তার চিকিৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। ঘটনার সময়ে তিনি বগুড়া শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে স্থানীয় হোটেলে ফিরছিলেন। 

বগুড়ার পাশ্ববর্তী জেলা জয়পুরহাটের কৃতী সন্তান জনপ্রিয় সঙ্গীতশিল্পী খুরশীদ আলম জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে বগুড়ায় যান। সেখানে মম ইন নামের একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন। একপর্যায়ে রাতে খাবার খেতে গাড়ি নিয়ে শহরের দিকে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তার প্রাইভেট কারকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় খুরশীদ আলমের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। তার মাথা ও মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়।

হাসপাতাল পরিচালক ব্রি. জেনারেল গোলাম রসুল বলেন, প্রথমে খুরশিদের সিটি স্ক্যান করা হবে। পরে অবস্থা বুঝে ঢাকায় পাঠানোর ব্যবস্থা হবে।

এ বিষয়ে পুলিশের বক্তব্য জানা যায়নি।

নিউজওয়ান২৪.কম/এসএল