ঢাকা, ২৪ মে, ২০২৫
সর্বশেষ:

জাতিসংঘের জলবায়ু চুক্তি প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০১৭  

সম্প্রতি জাতিসংঘের জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার এবং জাতিসংঘের পরিচ্ছন্নতা প্রোগ্রামে অর্থায়ন বন্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে জাতিসংঘের নতুন জলবায়ু প্রধান প্যাট্রিসিয়া বলেছেন, জলবায়ু পরিবর্তন কর্মসূচিকে কখনো থামানো যাবে না। প্রেসিডেন্টের এমন ঘোষণার কারণে বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।

চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরকালে এ ব্যাপারে তিনি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনার চেষ্টা করবেন বলে বিবিসিকে জানিয়েছেন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে প্যাট্রিসিয়া বলেন, এই কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্রের এভাবে সরে যাওয়া বা অর্থায়ন বন্ধ করে দেওয়া বিশ্বকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়া এই কর্মসূচি পরিচালিত হবে। যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নিলে, চীন কর্মসূচি পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে চীন বিশ্বে তাদের নেতৃত্ব বাড়াতে চায়।

তিনি বলেন, আমাদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রের অনেক তেল এবং গ্যাস কোম্পানি তাদের কারখানাগুলো পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলবেন। নিজেদের ইচ্ছা থেকেই তারা এই কাজ করতে চেয়েছেন। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।

প্যাট্রিসিয়া আশা করেন, যুক্তরাষ্ট্র তাদের কলকারখানা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এমনভাবে নির্মাণ করবেন যেখান থেকে খুবই কম পরিমাণ কার্বন নির্গত হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতি বছর জলবায়ু পরিবর্তন কর্মসূচিতে প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করে। এছাড়াও স্বেচ্ছাসেবী তহবিল হিসেবে দেশটি আরো অতিরিক্ত ২ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করে থাকে।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত