ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ:

জঙ্গিবাদে জড়িত অভিযোগে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৫, ২ জানুয়ারি ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি


জঙ্গিবাদে জড়িত অভিযোগে ৬ হিজরতকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রবিবার (১ জানুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, এ বিষয়ে সোমবার (২ জানুয়ারি) মিন্টু রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

সিটিটিসি সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে এক অভিযানে ৬ হিজরতকারিকে গ্রেপ্তার করা হয়। তারা উগ্র জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত