ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ:

গরমের অস্বস্তি থেকে বাঁচতে গিয়ে ডুবে মরলো তিন শিশু

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২০:৫৪, ৪ মে ২০১৬   আপডেট: ১৩:০৮, ২১ মে ২০১৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন শিশুর। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকার একটি পুকুর থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। এরা হচ্ছে বেলদির বাসিন্দা হাফিজউদ্দিনের মেয়ে হাবিবা (১০) এবং মাসিকুর রহমানের মেয়ে মাকসুদা (৭) ও মাসুদা (৯)।

কিভাবে একসঙ্গে তিন তিনটি শিশু পানিতে ডুবে মারা গেল- এ প্রশ্ন সবার মনে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার এসআই খায়রুল ইসলাম জানান, প্রচণ্ড গরমের অস্বস্তি থেকে বাঁচতে দুপুরবেলা বেলদি এলাকার মজিবুর রহমানের বাড়ির সামনের একটি নালা পুকুরে একদল শিশু গোসল করছিল। এসময় কোন এক ফাঁকে তিন শিশু হাবিবা, মাকসুদা ও মাসুদা তলিয়ে যায়। পরে বিকেল ৫টার দিকে তিনজনের লাশ ভেসে উঠলে তা লোকজনের নজরে আসে।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত