ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫
সর্বশেষ:

কারাগারের সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০২:৩৭, ২৭ আগস্ট ২০২৫  

কুমিল্লা কারাগারের হত্যা মামলার এক আসামি সন্তান প্রসব করেছেন। সোমবার ওই হাজতি সন্তান প্রসব করেন। 

মঙ্গলবার রাত ১০টার দিকেও মা-নবজাতক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি ওয়ার্ডে ভর্তি আছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। 

তিনি বলেন, হত্যা মামলার ওই আসামি কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা। গত ১১ আগস্ট তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

জেল সুপার বলেন, ওই নারীর প্রসব ব্যথা উঠলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক জানান, তার অস্ত্রোপচার করতে হবে। তখনই তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাৎক্ষণিক অস্ত্রোপচারের অনুমতি দেয় জেলা কারাগার কর্তৃপক্ষ। দুপুরে তিনি কন্যা সন্তান প্রসব করেন। তার চিকিৎসাসেবা, খাবারের ব্যবস্থা ও শিশুর জন্য পোশাকসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মা-নবজাতক সুস্থ আছেন।

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত