ঢাকা, ২১ মে, ২০২৫
সর্বশেষ:

এবার ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ৪ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতের পর দেশটি ‘মৃত্যুপুরি’তে পরিণত হয়েছে। সে ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে দেশটিতে একটি আগ্নেয়গিরি জেগে উঠেছে। এর প্রভাবে আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ভূমিকম্পের আঘাতস্থল সুলাওয়েসি দ্বীপে মাউন্ট সপুতান জেগে ওঠায় তা থেকে লাভা নির্গত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে আশপাশের লোকজনে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আগ্নেয়গিরিটি থেকে আকাশে প্রায় ২০ হাজার ফুট উপরে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

এদিকে আগ্নেয়গিরিটি ভূমিকম্পের প্রভাবে জেগে উঠেছে কি-না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পকেই কারণ হিসেবে ধারণা করছেন বিজ্ঞানীরা।

এর আগে শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হানে। সুনামির ফলে সৃষ্ট ঢেউ প্রদেশের পালু শহরকে ভেসে যায়। এতে এখন পর্যন্ত প্রায় ১৪শ’ মানুষের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত