ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৬, ২১ জুন ২০১৯  

লাইনচ্যুত ট্রেন  (ফাইল ফটো)

লাইনচ্যুত ট্রেন (ফাইল ফটো)

গাজীপুরের সালনায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। 

শুক্রবার (২১ জুন) সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের সালনা ফ্লাইওভারের কাছে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-উত্তর বঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন অফিসার মো. শাহাজান জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে আসছিল। পথে গাজীপুরের সালনা ফ্লাইওভারের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-উত্তর বঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরো জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। বগিটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

নিউজওয়ান২৪.কম/টিবিএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত