ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

ইয়াবাসহ আওয়ামী লীগ নেতার ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৬, ৭ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতিতে ছানা মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার ছেলেকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রবিবার বিকাল ৫টার দিকে ঝিনাইগাতি হাতিবান্ধা মহারিশ নদীর ব্রিজ থেকে তাকে আটক করা হয়।

আটক ছানা মিয়া ঝিনাইগাতি সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মোফাজ্জল হোসেন চাঁনের ছেলে।

পুলিশ জানায়, শীর্ষ এ মাদক ব্যবসায়ী ও আরো কয়েকজন দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল। সম্প্রতি ওই মাদক ব্যবসায়ীর সাথে ২ হাজার পিস ইয়াবা কেনার শর্তে ছদ্দবেশে ডিবি পুলিশ ক্রেতা সেজে জাল ফেলে ছানাকে ধরতে। আলাপ আলোচনা শেষ করে আজ রবিবার ২ হাজার পিস ইয়াবা দেওয়া হবে বলে ওই ব্রিজের উপর ছদ্দবেশী ডিবিকে নিয়ে যায় ছানা।

এসময় কয়েক জন ডিবি পুলিশ এগিয়ে আসলে ছানা আসল বিষয়টি বুঝতে পেরে হাতে থাকা ২ হাজার পিস ইয়াবা ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। ইয়াবার সেই পুটলা পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে পায়নি। তবে ছানা’র জামার পকেট থেকে ২০টি ইয়াবা উদ্ধার করে তাকে আটক করে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম জানায়, শীর্ষ এই ইয়াবা ব্যবসায়ীর বিষয়ে এলাকাবাসীর অসংখ্য অভিযোগ রয়েছে। ছানার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত