ঢাকা, ১০ মে, ২০২৫
সর্বশেষ:

ইরানের তেল মজুদ হচ্ছে চীনে!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৫৪, ২১ অক্টোবর ২০১৮  

ইরানি তেলবাহী ট্যাংকার। ছবি: সংগৃহীত

ইরানি তেলবাহী ট্যাংকার। ছবি: সংগৃহীত


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার আগে তেহরান থেকে বিপুল পরিমাণ তেল নিচ্ছে চীনে।

ইরান থেকে তেল নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এসব তেল চীনের কাছে অথবা অন্য কোনো দেশের কাছে বিক্রি করবে ইরান। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্স ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির বরাত দিয়ে জানিয়েছে, ইতিমধ্যেই ইরান থেকে বিশাল তেলবাহী কার্গোজাহাজ চীনের উদ্দেশে রওনা দিয়েছে।

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় ডালিয়ান বন্দরে এ পর্যন্ত ইরান দুই কোটি ব্যারেল তেল পাঠিয়েছে। তবে এই তেল কোন দেশের কাছে তেল বিক্রি করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি ওই সূত্র।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত