আফগান সীমান্তে জঙ্গি হামলায় নিহত ৫ পাকিস্তানি সেনা
বিশ্ব সংবাদ ডেস্ক

ফাইল ফটো
পাকিস্তান-আফগান সীমান্তের তিনটি স্থানে সীমান্তের এপার-ওপার সংঘর্ষে ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে দাবি করা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এর বরাতে সোমবার ডন.কম জানায়, গত রবিবার রাতে সীমান্তের মোহমান্দ এজেন্সি এলাকায় এসব ঘটনা ঘটে। তবে কার্যকর ও দ্রুত ব্যবস্থা নেওয়ায় জঙ্গিরা পরাস্ত হয়।
নিহত সেনা সদস্যরা হচ্ছে নায়েক সানাউল্লাহ, নায়েক সফদার, সিপাহি আলতাফ, সিপাহি নেক মোহাম্মদ ও সিপাহি আনওয়ার।
এ ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন পাকিস্তান-আফগান সম্পর্ক তিক্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। গত মাসে পাকিস্তানের এক মাজারে জঙ্গি হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়। পাকিস্তান এ ঘটনায় আফগানিস্তান ভিত্তিক জঙ্গিদের দায়ী করে আসছে।
এরই ধারাবাহিকতায় পাকিস্তান সেনাবাহিনী কাবুল সরকারের কাছে দাবি জানায় আফগানিস্তানে ঘাঁটি গেড়ে বসা ৭৬ পাকিস্তানি জঙ্গিকে তাদের হাতে হস্তান্তরে। এছাড়া গত ১৩ ও ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানে ভয়াবহ হামলা চালানোর দায় স্বীকারকারী জামাত-উল-আহরার নামের জঙ্গি দলের প্রশিক্ষণ শিবিরে হানা দেয় তারা। একইসঙ্গে আফগানিস্তানের সঙ্গে দেশটির সীমান্তও বন্ধ করে দেওয়া হয়।
তবে সাবেক ক্রিকেট ক্যাপ্টেন ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান অভিযোগ করেছেন সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘটনা মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে সেখানে।
প্রসঙ্গত, মোহমান্দ হচ্ছে পাকিস্তানের আধা-স্বায়ত্বশাসিত ৭টি উপজাতি অধ্যুষিত এলাকার একটি যেখানে স্থানীয় এবং বিদেশি জঙ্গিরা শক্ত ঘাঁটি গেড়ে আছে।
পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া রবিবার রাতের ঘটনায় সেনাদের বীরত্বের প্রশংসা এবং একই সঙ্গে শোক প্রকাশ করেছেন।
নিউজওয়ান২৪.কম
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন