ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

আকাশে বছরের প্রথম ‘সুপারমুন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫১, ২৮ মার্চ ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

এ বছরের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে আজ রবিবার। নাসার বিবৃতিতে জানানো হয়েছে, রাত ১২টা ৪৮ মিনিটে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। ফলে আমাদের চোখে এটাকে অনেক বড় মনে হবে। ওই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।

নাসা আরো জানিয়েছে, এবার টানা তিন দিন ধরে রাতের আকাশে বেশ বড় চাঁদ দেখতে পাওয়া যাবে। মঙ্গলবার (৩০ মার্চ) পর্যন্ত এমন বড় আকারের চাঁদ দেখা যাবে।  

এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেওয়া হয় ১৯৭৯ সালে। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, এ বছরে চারটি ‘সুপারমুন’ হবে। তা মার্চ থেকে জুনের মধ্যে দেখা যাবে। কেউ কেউ আবার বলছেন তিনটি ‘সুপারমুন’ হবে এপ্রিল ও মে মাসে। সূত্র: সিএনএন।

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত