অনিরাপদ-বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তান ৪ ভারত ১৩ নম্বরে
বিশ্ব সংবাদ ডেস্ক

নিরাপত্তা আর সুরক্ষার বিচারে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় সার্ক সদস্য পাকিস্তানের অবস্থান ৪ নম্বরে। এমন বিপজ্জনক দেশের তালিকায় তাদের চিরশত্রু এবং প্রতিবেশী ভারত আছে ১৩ নম্বরে। এ খবর দিয়েছে পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ভারতের নবভারত টাইমস।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম প্রতিবেদন সূত্রে বৃহস্পতিবার এমন তথ্য জানায় তারা। এই বিচারে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত দেশ হিসেবে নাম এসেছে ফিনল্যান্ডের। প্রকাশিত ওই প্রতিবেদনে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ১৫ দেশের তালিকা দেওয়া হয়েছে যাতে বাংলাদেশের নাম নেই। একই সঙ্গে সবচেয়ে নিরাপদ ১৫ দেশের নামও দেওয়া হয়েছে।
সুরক্ষিত-নিরাপদ দেশের তালিকায় ফিন্যাণ্ডের পরে আছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দুই প্রতিবেশি কাতার ও আরব আমিরাত। এই তালিকায় ৪ নম্বরে আছে আইসল্যান্ড আর ৫ নম্বরে অস্ট্রিয়া।
বিপজ্জনক দেশের তালিকায় প্রথম নম্বরে আছে আফ্রিকার তেল ও হিরক সমৃদ্ধ দেশ নাইজেরিয়া। এরপর আছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া এবং তিন নম্বরে অর্থাৎ পাকিস্তানের ঠিক আগে আছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। পাকিস্তানের পরে আছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা।
উপমহাদেশীয় দেশ পাকিস্তানকে এছাড়াও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য দুনিয়ার সবচেয়ে বিজ্জনক দেশের তালিকায় ছয় নম্বরে রাখা হয়েছে।
তবে এই রিপোর্টে পাকিস্তানের ইতিবাচক প্রসঙ্গেরও উল্লেখ আছে। রিপোর্ট মোতাবেক, সাম্প্রতিক সময়ে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কিছুটা কমেছে দেশটিতে।
প্রসঙ্গত, এই প্রতিবেদনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রিপোর্ট ২০১৫-এর তথ্য অনুসরণ করা হয়েছে।
এর আগে গ্লোবাল পিস ইনডেস্কের করা তালিকায় বিপজ্জনক দেশের তালিকায় ৯ নম্বরে ছিল পাকিস্তান যেখানে ১ নম্বরে ছিল সিরিয়া, ২ নম্বরে আফগানিস্তান ও তিন নম্বরে ছিল দক্ষিণ সুদান। এনবিটি
নিউজওয়ান২৪.কম/আরকে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন