অতিরিক্ত শুল্ক এড়াতে এবার যে সিদ্ধান্ত নিলো ভারত
আন্তর্জাতিক ডেস্ক

দেশটির পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা কার্যকর হতে আর মাত্র দুই দিন বাকি আছে। এর আগেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল করতে নতুন লবিস্ট নিয়োগ দিল ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় দূতাবাস। দর কষাকষির জন্য মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সাবেক সিনেটর ডেভিড ভিটেরকে নিয়োগ দিয়েছে তারা।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নতুন লবিস্টের জন্য আগস্ট ও নভেম্বরের মাঝামাঝি সময়ের জন্য ৭৫ হাজার ডলার ব্যয় করবে নয়াদিল্লি। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করতে লবিস্ট বাবদ দেশটির খরচ হবে প্রায় দুই লাখ ২৫ হাজার ডলার। আগে যেই লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি হয়েছে তার তুলনায় বর্তমান ব্যয় অনেক বেশি।
এর আগে ট্রাম্পের উপদেষ্টা জেসন মিলারের এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামক ফার্মের জন্য এক দশমিক ৮ মিলিয়ন ডলার খরচ করেছে মোদি সরকার। মার্কারি পার্টনার ব্রায়ন লাঞ্জা এর আগে ট্রাম্প প্রশাসনের কমিউনিকেশন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সস্তায় রাশিয়ার তেল আমদানি করায় ভারতের ওপর শাস্তিমূলক ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এতে দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি হয়েছে। ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক থেকে রেহাই পেতেই দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছে নয়াদিল্লি। বর্তমানে যুক্তরাষ্ট্রে রফতানি করা ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক রয়েছে, যা এ সপ্তাহের বুধবার থেকে ৫০ শতাংশে ঠেকবে। অতিরিক্ত এই শুল্ক মওকুফ করতেই নতুন করে লবিস্ট নিয়োগ করা হয়েছে।
গত সপ্তাহে হোয়াইট হাউসের বাণিজ্যিক উপদেষ্টা পিটার ন্যাভারো বলেছেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ হবে। সূত্র: এনডিটিভি
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন