ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

সীতাপুরে রাহুল গান্ধিকে জুতা নিক্ষেপ

সার্ক অঞ্চল ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ১৫:০৪, ১২ অক্টোবর ২০১৬

উত্তর প্রদেশের সীতাপুরে এক কৃষক র‌্যালিতে অপ্রীতিকর ঘটনার মেুখে পড়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। সোমবার সেখানে চলমান এক র‌্যালিতে তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে এক প্রতিবাদী যুবক।

কংগ্রেসের আয়োজনে ‘কিষান যাত্রা’ নামক ওই রোড শো চলাকালে রাহুল সমবেত জনতার সঙ্গে কুশল বিনিময় করছিলেন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল। তাকে দেখতে, তার সাক্ষাৎ পেতে সেখানে ব্যাপক জনসমাবেশ হয়। এসময় তাকে ঘিরে নিরাপত্তা দানকারী ব্যক্তিবর্গের একজনের পিঠে একটি জুতা এসে পড়ে। স্পষ্ট বোঝা যায় পাদুকাটি রাহুলকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল। অবশ্য নিক্ষেপকারী হরি ওম মিশ্রকে দ্রুতই পুলিশ আটক করে।

জিজ্ঞাসাবাদে হরগাওয়ের শাস্ত্রীনগরের বাসিন্দা হরি ওম জানান, তিনি কংগ্রেস ও রাহুলের ওপর নারাজ। ক্ষুব্ধ এই কৃষক বলেন, ৬০ বছর ধরে ভারত শাসনকালে কৃষকদের দুরবস্থার কথা কংগ্রেসের মনে আসেনি। আজ কেন কৃষকদের দুর্দশা নিয়ে কথা বলছে তারা?

সম্প্রতি কাশ্মিরের উরিতে জঙ্গি হামলার উল্লেখ করে হরিওম আরও বলেন, আমাদের ১৮ সেনা মারা যাওয়ার পরও রাহুলের রোড শো’র কথা মনে রয়েছে। শহীদদের শ্রদ্ধাঞ্জলী দেওয়ার প্রয়োজন অনুভব করেননি তিনি।

এ ঘটনায় ক্ষমতাসীন বিজেপি ও আরএসএসকে (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) দোষী সাব্যস্ত করেছেন রাহুল।

নিউজওয়ান২৪.কম/একে

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত