ঢাকা, ০৪ মে, ২০২৪
সর্বশেষ:

নীল বোরকায় ‘সবুজ নয়না আফগান বালিকাকে’ পাঠানো হলো নিজদেশে

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ৯ নভেম্বর ২০১৬   আপডেট: ১৯:৫৬, ১৪ নভেম্বর ২০১৬

শরবত গুলা ওরফে শরবত বিবি: প্রথম ছবিটি ১৯৮৪ সালের। পরেরটি আজকের, নিজদেশে ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা আগে তোলা

শরবত গুলা ওরফে শরবত বিবি: প্রথম ছবিটি ১৯৮৪ সালের। পরেরটি আজকের, নিজদেশে ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা আগে তোলা

নীলরেঙের বোরকা পড়িয়ে সবুজ নয়না আফগান বালিকাকে নিজদেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

ভুয়া পাকিস্তানি পরিচয়পত্র গ্রহণের দায়ে ১৫ দিন কারাবাস শেষে শরবত গুলা ওরফে শরবত বিবি নামে ওই নারীকে বুধবার সীমান্ত পার করে দেওয়া হয়। এসময় তার মুখমণ্ডল ও শরীর আবৃত করে ছিল একটি নীল রঙের বোরকা। 

তবে কারাবাসের সময়টা তাকে হাসপাতালে হেপাটাইটিস-বি’র চিকিৎসা দেওয়া হয় বলে জানায় বিবিসি।

দেশে ফেরত পাঠানোর সময়ে সঙ্গে তার চার সন্তানকেও দিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, শরবত আফগানিস্তানের রাজধানী কাবুলে তার দেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও হাজারো স্বদেশীর সঙ্গে সোভিয়েত অধিকৃত আফগানিস্তান থেকে পালিয়ে পাশ্ববর্তী পাকিস্তানের একটি শরণার্থী শিবিরে তখন বাস করছিলেন তিনি।

এসময়, ১৯৮৪ সালে ফটোগ্রাফার স্টিভ ম্যাককারির চোখে পড়েন তিনি। পরের বছর, ১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে আসা ছবির মাধ্যমে বিখ্যাত হন শরবত।

আরও পড়ুন শরবতকে বের করে দিচ্ছে পাকিস্তান!

তখনকার ১২ বছরের ওই কিশোরীর বিস্ফারিত সবুজ চোখে মোনালিসা টাইপ এমন কিছু একটা ছিল, যা ভোলার নয়- মূলত তাকে নিয়ে দুনিয়াজুড়ে তোলাপাড়ের কারণ এটাই ছিল, যা প্রভাবশালী সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিক প্রতিষ্ঠিত করতে পেরেছিল কোটি কোটি পাঠক হৃদয়ে।

সেটা ১৯৮৫ সালের জুনের ঘটনা। তবে ছবিটি তোলা হয় আগের বছর, ১৯৮৫ সালে। জিওগ্রাফিক পরে তাকে নিয়ে ডকুমেন্টারিও করে যার নাম দেয় ‘মোনালিসা অব আফগান ওয়ার’ (আফগান যুদ্ধের মোনালিসা)।

গত কয়েক বছর ধরে পাকিস্তানে অবস্থান করছিলেন শরবত।

নিউজওয়ান২৪.কম/একে

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত