ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

৩০০ আসনের জন্য প্রস্তুতি নিয়েছে জাপা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৬, ১৫ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রাজনৈতিক বিবেচনায় দেশের মানুষ দুটি ভাগে ভাগ হয়ে গেছে। সব ধরনের পরিস্থিতিতেই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। তাই জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছে। 

কাদের বলেন, জাতীয় পার্টি ২৭ বছর ক্ষমতার বাইরে। কিন্তু সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টির ব্যাপক সমর্থন আছে। তাই শক্তি প্রদর্শনের জনই ২০ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জি এম কাদের।

সোমবার সকালে জাতীয় পার্টির মহানগর উত্তরের যৌথ সভায় এ কথা বলেন তিনি। রাজধানীর গুলশান ১ সার্কেলের ইমানুয়েলস কনভেনশন সেন্টারের মিলনায়তনে এর আয়োজন হয়। এখানে বিশেষ অতিথি ছিলেন জি এম কাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচনে তারা লাঙলকেই দেখতে চায়। কারণ দেশের মানুষ জানে উন্নয়ন, উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। 

রওশন বলেন, জাতীয় পার্টির প্রতি দেশের মানুষের আস্থা আছে, তাই নির্বাচনের আগে তাদের সেই বিশ্বাসকে সুদৃঢ় করতে হবে। এ জন্য ২০ অক্টোবরের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। তিনি বলেন, জাতীয় পার্টির ৯ বছরের উন্নয়ন কর্মকাণ্ড দেশের মানুষ এখনো ভোলেনি, তারা এরশাদের নেতৃত্বেই দেশ পরিচালনার ভার দেখতে চায়।

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, গেল ২৭ বছর দুটি দল দেশের রাজনীতিতে যে সংশয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করেছে, তা কেবল জাতীয় পার্টিই দূর করতে পারবে। জাতীয় পার্টিই এখন দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। সাধারণ মানুষের ভরসা এখন শুধুই জাতীয় পার্টি।

যৌথ সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, শফিকুল ইসলাম সেন্টু, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, হাবিবুল্লাহ বেলালী, বিরোধীদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মিলন প্রমুখ।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন