ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

২০১৮ তে শীর্ষ দশ ইউটিউবারের আয়

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ২ জানুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

২০১৮ সালে শীর্ষ দশ ইউটিউবার আয় করেছেন প্রায় ১৮০.৫ মিলিয়ন ডলার। ২০১৭ সালের তুলনায় শীর্ষ এ ১০ ইউটিউবারের আয় বৃদ্ধি পেয়েছে ৪২ শতাংশ।

ইউটিউবারের মধ্যে প্রথম স্থানে রয়েছে ৮ বছরের এক বালক। সে ইউটিউবে ভিডিও পোস্ট করে আয় করেছে ২২ মিলিয়ন ডলার। অন্যদিকে ২১ বছরের এক তরুণ কৌতুক ও প্রতিক্রিয়ামূলক ভিডিও পোস্ট করে আয় করেছে সাড়ে ২১ মিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৫ ব্যক্তির করা ক্রীড়া ভিত্তিক একটি ইউটিউব চ্যানেল। তাদের আয় হয়েছে ২০ মিলিয়ন ডলার। 

২৩ বছরের যুবক লোগান পল ইউটিউব চ্যানেল ‘দি অফিসিয়াল লোগান পল’ এ চলচ্চিত্র ও কৌতুক স্কেচ পোস্ট করে আয় করেছে সাড়ে ১৪ মিলিয়ন ডলার। সুইডেনের ২৯ বছরের পিউডাইপাই কৌতুক শো ইউটিউবে পোস্ট করে আয় করেছে সাড়ে ১৫ মিলিয়ন ডলার।

২৮ বছরের আইরিশ তরুণ সিয়ান উইলিয়াম ম্যাকলাফলিন ওরফে জ্যাকসসেপটাইসি খেলাধুলার ভিডিও ও স্কেচ কমেডি পোস্ট করে আয় করেছেন ১৬ মিলিয়ন ডলার। 

ইভান ফং তার ভ্যানসগেমিং ইউটিউব চ্যানেলে ভিডিও গেম সম্পর্কে লাইভ বক্তব্য দিয়ে আয় করেছে ১৭ মিলিয়ন ডলার। কৌতুক ও ভিডিও গেম পোস্ট করে সাড়ে ১৭ মিলিয়ন ডলার আয় করেছে ২৯ বছরের মার্কিপ্লাইর।

নিউজওয়ান২৪/ইরু

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত