ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনা : দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ২১ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শাহীন ও মো. সাইফুল ইসলাম নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত হয়েছেন মো. খালেদ নামে আরও একজন পাকিস্তানি নাগরিক। এ ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। 

বুধবার (২০ মার্চ) সৌদি আরবের দাম্মাম মহাসড়কের আল হারুব নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহীন বাগেরহাটের এবং সাইফুল ফেনী জেলার বাসিন্দা। আহত ব্যক্তির নাম মোহাম্মদ তপন। তিনিও ফেনীর বাসিন্দা। 

জানা যায়, ব্যবসায়িক কাজে রিয়াদ থেকে শাহীনের গাড়িতে করে দাম্মাম যাচ্ছিলেন তারা তিনজন। স্থানীয় সময় বেলা ৩টার দিকে রিয়াদের দাম্মামে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে গাড়ির চালক মো. খালেদ, শাহীনসহ দুই বাংলাদেশি নিহত হন। 

দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিক শাহীন সৌদি আরবে বিনিয়োগকারী ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) হিসেবে ভূষিত হয়েছিলেন তিনি।

নিউজওয়ান২৪/ইরু

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত