ঢাকা, ০৯ জুলাই, ২০২৫
সর্বশেষ:

সীমাবদ্ধতা ভাঙার প্রতিশ্রুতি সিদ্দিকুরের

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ১১ জুলাই ২০১৬   আপডেট: ২৩:৪৮, ১১ জুলাই ২০১৬

কোনো ওয়াইল্ড কার্ড এন্ট্রি নয়- একেবারে সরাসরি বিশ্ব অলিম্পিকে সুযোগ পাওয়া বাংলাদেশি অ্যাথলেট হিসেবে নিজের নাম ইতিহাসে লিখিয়েছেন গলফার সিদ্দিকুর রহমান।

সোমবার প্রকাশিত অলিম্পিকের সবশেষ র‌্যাঙ্কিংয়ে ৫৬তম স্থানে রয়েছেন সিদ্দিকুর। সেই সুবাদে সুযোগটা তার হতে ধরা দিয়েছে। নিয়ম অনুযায়ী অলিম্পিক র‌্যাঙ্কিংয়ে সেরা ৬০ জন গেমসসের গলফে অংশ নেবেন।

আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোয় শুরু হচ্ছে এবারের অলিম্পিক।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে সবসেরা গলফার সিদ্দিকুর। ২০১০ সালে বাংলাদেশের প্রথম গলফার হিসেবে এশিয়ান ট্যুর শিরোপা জেতেন তিনি। দেশের হয়ে প্রথম গলফ বিশ্বকাপেও খেলেন তিনি। দেশের পক্ষে একের পর এক প্রথম হওয়ার সেই ধারাবাহিকতায় এবার দেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা প্রমাণ করলেন ৩১ বছর বয়সী এই গলফার।

এই আনন্দে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আমি অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছি। এটা অবশ্যই গর্বের। অতীতে বাংলাদেশের কেউ ফুল কার্ড (সরাসরি খেলার সুযোগ) পায়নি; এ কারণে আমি আরও বেশি আবেগাপ্লুত।

প্রসঙ্গত, এ যাবতকার রেকর্ড অনুযায়ী, অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটদের অংশগ্রহন অভিজ্ঞতা অর্জনেই সীমাবদ্ধ থাকে বরাবর। তবে সিদ্দিকুর প্রতিশ্রুতি দিয়েছেন এই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার।

গত মে মাসে অনুষ্ঠিত মরিশাস ওপেনে দ্বিতীয় হন সিদ্দিকুর। সে সুবাদে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৭৪তম স্থানে উঠে আসেন তিনি। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এই অবস্থান তাকে অলিম্পিক র‌্যাঙ্কিংয়ে ৫৪তম স্থানে নিয়ে আসে।

সিদ্দিকুর ছাড়া বাংলাদেশের বাকি অ্যাথলেটদের অলিম্পিকে খেলার ভরসা হচ্ছে ‘ওয়াইল্ড কার্ড’। এরই মধ্যে এবারকার অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পেয়েছেন বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকি, আর্চার শ্যামলী রায় এবং দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা।

নিউজওয়ান২৪.কম/আরকে

খেলা বিভাগের সর্বাধিক পঠিত