ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

সাংস্কৃতিক পরিবেশনায় মেতেছে সোহরাওয়ার্দী উদ্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৯, ৬ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং কারাবন্দি বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঐক্যফ্রন্টের জনসভায় সাংস্কৃতিক পরিবেশনা চলছে।

জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে মঙ্গলবার দুপুর ২টায়। কিন্তু বেলা ১১টার পরই অনানুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় জনসভা। সকাল ১০টার পর থেকে মঞ্চে গান পরিবেশন করছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের শিল্পীরা।

বিএনপির সংস্কৃতিবিষয়ক সহ-সম্পাদক ও জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খানও গান পরিবেশন করছেন। মনির খানের দেশাত্বক ও দলীয় সঙ্গীতে মেতেছে সোহরাওয়ার্দীতে আসা নেতাকর্মীরা।

এছাড়াও আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীনও মাতিয়ে তুলেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মনির খান ঘোষণা করেন ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ দিয়ে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নায়ক হেলাল খান, ইথুন বাবু, হাসান চৌধুরী, নাসির, চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শায়লা, খলনায়ক ডন, সেবা শানুসহ জাসাসের নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত আছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ এ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত