ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

সবাইকে নিরাপত্তা দিতেই ডিজিটাল নিরাপত্তা আইন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১  

ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ

দেশের সব মানুষকে ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে জানিয়েছেন  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ (শুক্রবার) বিকেলে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপাড়ের বাসায় প্রেফ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, 'দশ বছর আগে ডিজিটাল আইনের প্রয়োজন ছিল না। এখন এর প্রয়োজন দেখা দিয়েছে। কাউকে ডিজিটালি হেয় বা আক্রমণ করা হলে, অপবাদ দেওয়া হলে তিনি যাতে প্রতিকার পেতে পারেন, সেজন্য এ আইন করা হয়েছে।'

মুশতাকের মৃত্যুর ঘটনায় কারো গাফিলতি আছে কী না সে বিষয়েও তদন্ত করা হবে জানিয়ে তিনি বলেন, 'এ ঘটনায় কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা সেটি খুঁজে দেখা যেতে পারে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার যাতে না হয়, সে ব্যাপারে সরকার সচেতন রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে অপরাধ দমন করা যায় না। এই কালো আইনকে কবর দেওয়ার সময় এসেছে।' 

এদিন ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেওয়া এই বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী এ সময় বলেন, 'তিনি একেক সময় একেক কথা বলেন। যেমন করোনার টিকা আসার আগে খুব সমালোচনা করেছেন। কিন্তু এখন বলছেন, এই টিকা সবার নেওয়া উচিত। তিনি আজ যা বলেছেন, কাল নিজেই সে সম্পর্কে অন্য কথা বলবেন। সুতরাং এটার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না।'
 

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত