ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

সবচেয়ে বেশি ভোট পেয়েছেন শেখ হাসিনা

প্রকাশিত: ১৩:২৮, ৩ জানুয়ারি ২০১৯  

ধানমন্ত্রী শেখ হাসিনা  (ছবিঃ সংগৃহীত)

ধানমন্ত্রী শেখ হাসিনা (ছবিঃ সংগৃহীত)

এবারের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৯ দশমিক ৭৪ শতাংশ ভোট নৌকায় তুলেছেন তিনি।

নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার পাঠানো নির্বাচনের ফলাফল থেকে এমন তথ্য জানা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮১৮ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩০ হাজার ১৪১ জন ভোটার। অর্থাৎ প্রধানমন্ত্রীর এ আসনটিতে ৯৩ দশমিক ২৪ শতাংশ ভোট পড়েছে।

আর ২ লাখ ৩০ হাজার ১৪১টি প্রদত্ত ভোটের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩৯টি ভোট। যা প্রদত্ত ভোটের ৯৯ দশমিক ৭৪ শতাংশ। তাছাড়া এ আসনে প্রধানমন্ত্রী ৪ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এসএম জিলানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক আপেল মার্কায় পেয়েছেন ১০ ভোট আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মারুফ শেখ হাতপাখা মার্কায় পেয়েছেন ৭১ ভোট।

এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী মো. উজীর ফকির সিংহ মার্কায় পেয়েছেন মাত্র ৪ ভোট। উজির ফকিরই একাদশ সংসদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটের আগে গাইবান্ধা-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হলে ওই আসনের নির্বাচন স্থগিত রাখা হয়। এদিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ২৯৯টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩টি কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এ কারণে এই আসনে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।

বাকি ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ও মহাজোটের শরিকরা মিলে (জাতীয় পার্টি, ওয়ার্কার্স পাটি, জাসদ, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি-জেপি মঞ্জু) মোট ২৮৮টি আসনে বিজয়ী হয়। এছাড়া ড. কামাল হেসেনের নেতৃত্বে বিএনপিসহ গণফোরাম, জামায়াত নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি এবং ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ

আরও পড়ুন