ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

‘সব রাজনৈতিক দল নির্বাচনে আসবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৬, ৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি বিশ্বাস করি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় যা মাইলফলক হয়ে থাকবে।

বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে ২৪টি রাজনৈতিক দলের সংলাপ হয়। সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট আসন্ন নির্বাচনে আসবে না; এরকম সংশয় আমি প্রকাশ করছি না।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকুইট হলে এ সংলাপ শুরু হয়।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত