ঢাকা, ১৫ মে, ২০২৫
সর্বশেষ:

সফলতার আগ পর্যন্ত আন্দোলন চলবে: কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ২৫ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট থেকে শুরু হওয়া আন্দোলন সফল হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। 

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কেন জেলে রাখা হয়েছে তা জানতে আইনমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে ড. কামাল হোসেন বলেন, মানহানির মামলায় জামিন নেয়ার পরও ব্যারিস্টার মইনুল হোসেনকে সরকারের ইন্ধনে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি আইনমন্ত্রী আনিসুল হককে উদ্দেশ্য বলেন, ‘আপনি (আইনমন্ত্রী) একজন আইনজীবী। আপনার বাবা মরহুম সিরাজুল ইসলাম একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। আপনার কাছ থেকে মানুষ এসব আশা করে না। আপনি সংবিধান পড়ুন, আইনের বই পড়ুন।’ 

আইনমন্ত্রীর উদ্দেশ্যে ড. কামাল আরও বলেন, ‘আপনি ভাল করে জানেন, মানহানির মামলা জামিনযোগ্য অপরাধ। তারপরও ব্যারিস্টার মইনুল হোসেনকে কেন কারাগারে নেয়া হলো?’

জাতীয় ঐক্যফ্রন্টের দেয়া ৭ দফা দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল বলেন, ‘দেশে আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। এই সরকারের বিরুদ্ধে আজ সকল মানুষ ঐক্যবদ্ধ।’

জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিতে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজওয়ান২৪/টিআর 

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত