সংলাপের আগে বৈঠকে ঐক্যফ্রন্ট নেতারা
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন ১৪ দলীয় নেতাদের সাথে সংলাপে বসতে গণভবনে যাওয়ার আগে আলোচনার দফা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ঠিক করে নিতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা জোটের প্রধান ড. কামাল হোসেনের বাসভবনে বৈঠকে বসেছেন।
বিকাল ৪টা ৪৫ মিনিটে বৈঠক শুরু হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি-রব) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংলাপ সফল করতে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে আগামী সাধারণ নির্বাচন আয়োজনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছার জন্য আজ সন্ধ্যা ৭টায় গণভবনে বহুল আলোচিত সংলাপে বসতে যাচ্ছে দেশের ক্ষমতাসীন ও বিরোধী দুই জোট।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ সদস্য বিশিষ্ট্য ১৪ দলীয় জোটের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে ২১ সদস্য বিশিষ্ট্য জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে থাকবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
গণফোরামের এক নেতা জানান, তারা আরও পাঁচ সদস্যের নাম আওয়ামী লীগের কাছে পাঠিয়েছে। যার ফলে ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলে ১৬ জনের পরিবর্তে ২১ সদস্য থাকছেন।
আব্দুল মালেক রতন বলেন, প্রতিনিধিদলের সদস্যরা কামাল হোসেনের বাসা থেকে গণভবনের উদ্দেশ্যে বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে রওনা দেবেন।
সাত দফা দাবি আদায়ে গত ১৩ অক্টোবর এক সংবাদ সম্মেলন করে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্য বিএনপিকে সাথে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ঘোষণা দেয়।
ঐক্যফ্রন্টের সাত দফা দাবির মধ্যে রয়েছে- সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আগামী নির্বাচন আয়োজনের জন্য নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা, সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, সব রাজনৈতিক বন্দীদের মুক্তি, সেনা মোতায়েন এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পদক্ষেপ বাতিল করা।
নিউজওয়ান২৪/টিআর
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও