ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

লংকানদের ইংলিশ বধ, কঠিন সমীকরণে বাংলাদেশের পথ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৪, ২১ জুন ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলংকাকে চলমান ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে দুর্বল দল বলা হয়েছিল। কাগজে-কলমে দুর্বল শ্রীলংকা মাঠের লড়াইয়ে নিজেদের শক্তি ফের প্রমাণ করল লংকানরা। 

স্বাগতিক ইংল্যান্ডকে ২০ রানের ব্যবধানে হারিয়েছে মালিঙ্গারা। 

বিশ্বকাপে এটি লংকানদের দ্বিতীয় জয়। প্রথম জয়টি ছিল আফগানিস্তানের বিপক্ষে। এই জয়ে বাংলাদেশকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে হাতুরুর দল। ছয়ে নেমে গেল টাইগাররা। এতে আরো কঠিন হয়ে গেল বাংলাদেশের শেষ চারের সমীকরণ।

বিশ্বকাপের ২৭তম ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ২৩৩ রানের সহজ লক্ষ্য ছোঁড়ে দেয় শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২১২ রানে থামে স্বাগতিকদের ইনিংস। 

ইংল্যান্ডের ব্যাটিং লাইন তছনছ করে দেন মালিঙ্গা। ১০ ওভারে ১ মেডেন আর ৪৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। ইংলিশদের পক্ষে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন বেন স্টোকস। লংনদের হয়ে ৮৫ রান করেন ম্যাথিউস।

নিউজওয়ান২৪.কম/এসডি

খেলা বিভাগের সর্বাধিক পঠিত