ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

রায়কে কেন্দ্র করে ছাত্রদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ১০ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রায় ঘোষণার কিছুক্ষণ পরই বুধবার দুপুরে রাজধানীর গ্রিনরোডে তারা এ বিক্ষোভ করে। 

বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান। বিক্ষোভে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভটি গ্রিনরোড মোড় থেকে শুরু হয়ে পান্থপথের বসুন্ধরার সিটির সামনে শেষ হয়। এসময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও সাজা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন