ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

রাজাকে ফেরালেন তাইজুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ১৫ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনের ১৮তম ওভারের শেষ বলে নিজের বলেই নিজেই ক্যাচ নিয়ে সিকান্দার রাজাকে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। ৩৩ বল মোকাবিলা করে ১২ রান করেন রাজা। অপর প্রান্তে টেইলর ব্যাট করছেন ২৮ রান নিয়ে। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন পিটার মুর।

এর আগে চতুর্থ দিন শেষে সফরকারীরা ২ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। শেষ সেশনে ৩০ ওভার ব্যাট করে তারা হারায় অধিনায়ক মাসাকাদজা ও ব্রায়ান চারির উইকেট। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৪ রান করে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১০১ ও মেহেদি হাসান মিরাজ ২৭ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের লিড দাঁড়ায় ৪৪২ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ ৭ উইকেটে ৫২২ রান করে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ৩০৪ রানে।

পঞ্চম ও শেষ দিনের নবম ওভারের দ্বিতীয় বলেই মুস্তাফিজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন শন উইলিয়ামস। ৩৩ বল মোকাবেলা করে ১৩ রান করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস  ১৩১/৪  টার্গেট- ৪৪৩

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস  ২২৪/৬ (ডি.)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস  ৩০৪/৯

বাংলাদেশ প্রথম ইনিংস  ৫৫২/৭ (ডি.)

নিউজওয়ান২৪/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত