ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

রাওয়ালপিন্ডি প্রথম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। 

টেস্টে টানা পরাজয়ের ধারা থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে মুমিনুলবাহিনী। 

২০১৯ সাল থেকেই পরাজয়ের গন্ডিতে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ভারতের কাছে একের পর এক টেস্ট হেরেছে টাইগাররা। এমনকি পাকিস্তানের বিপক্ষে সর্বমোট ১০ টেস্টে অংশ নিয়ে নয়টিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ। বাকি ম্যাচটিতে ড্র করেছে। 

সর্বশেষ ৭ টেস্টে জয় দেখেনি বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসের দিক থেকেও পিছিয়ে থেকেই মাঠে নামছে তামিম-মুমিনুলরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: শান মাসুদ, আবিদ আলি, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শান ও শাহীন শাহ আফ্রিদি।

নিউজওয়ান২৪.কম/এমজেড

খেলা বিভাগের সর্বাধিক পঠিত