ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপ

নিউজওয়ান২৪ ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ২০ নভেম্বর ২০২২  

ফাইল ফটো

ফাইল ফটো


শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপ। তাই ফুটবল উন্মাদনার জোয়ারে গা ভাসাতে সবাই মুখিয়ে আছেন। দর্শকরা চাচ্ছেন অফিস-বাসা থেকে ফুটবল বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে। দর্শকদের সেই আক্ষেপ দূর করতে দেশীয় টিভি মাধ্যম থেকে প্রস্তুত রয়েছে অনলাইন মাধ্যমও।

দেশের তিনটি টেলিভিশনে দেখা যাবে কাতার বিশ্বকাপ। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ বেসরকারি টি স্পোর্টস ও গাজী টিভিও দর্শকদের চাহিদা বুঝে সবখেলা সম্প্রচার করছে।

যারা মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে খেলা দেখতে চান। তাদের জন্য থাকছে ডিজিটাল প্ল্যাটফর্ম টফি। যার অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পাশাপাশি ওয়েবসাইট https://toffeelive.com/ এ ঢুকেও বিনামূল্যে সবগুলো খেলা উপভোগ করা যাবে।

মোবাইল ব্রডকাস্টার হিসেবে কাতার বিশ্বকাপের স্বত্ব পেয়েছে বাংলালিংক। সাব-লাইসেন্সিং চুক্তির মাধ্যমে টফি অ্যাপ ও টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি দেখাবে সম্পূর্ণ বিনামূল্যে।

মোবাইলে র‍্যাবিটহোল অ্যাপের মাধ্যমে অনলাইনে দেখা যাবে বিশ্বকাপের খেলা। সেক্ষেত্রে রয়েছে সাবস্ক্রিপশন ফি।

উদ্বোধনী দিনে রবিবার মাঠে নেমেছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। ম্যাচ শুরু হয় রাত ১০টায়।

নিউজওয়ান২৪.কম/রাজ

খেলা বিভাগের সর্বাধিক পঠিত