ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

যে সূরাটির নামে বহু মানুষ ভুল করছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র কুরআনের তৃতীয় সূরার নাম ‘আ-লু ইমরান’। যার অর্থ হল, ইমরানের বংশধর। শুরুতে সূরা শব্দটি যোগ করে- সূরা আলে ইমরান বলা হয়। কিন্তু অনেক মানুষকে দেখা যায়, তারা এ সূরার নামকে ‘সূরা আল-বাকারা’র মত মনে করে লিখে- ‘সূরা আল-ইমরান’। এটি ভুল।

সূরা আল-বাকারার ক্ষেত্রে ‘বাকার’ শব্দের শুরুতে আলিফ ও লাম যোগ করার কারণে ‘আল-বাকারা’ হয়েছে। কিন্তু সূরা আলে ইমরান-এর ক্ষেত্রে বিষয়টি এমন নয়। সেখানে (আরবী ব্যাকরণের ভাষায়) ইমরান শব্দের দিকে আ-লু শব্দটিকে ইযাফাত তথা সম্বন্ধযুক্ত করা হয়েছে ফলে আ-লু ইমরান হয়েছে। তার দিকে আবার সূরা শব্দটিকে ইযাফাত করার কারণে- সূরা আলি ইমরান বা সূরা আলে ইমরান হয়েছে। সুতরাং সূরা আল-ইমরান বলা ভুল; সঠিক উচ্চারণ হবে- ‘সূরা আলে ইমরান’।