যুবলীগের জাতীয় কংগ্রেস: পরশ চেয়ারম্যান, নিখিল সম্পাদক
নিউজ ডেস্ক
পরশ চেয়ারম্যান, নিখিল সম্পাদক- ফাইল ফটো
নানা অপকর্মে বিতর্কিত যুবলীগের ভাবমূর্তি ফেরানোর মূল দায়িত্ব সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠ পুত্র শেখ ফজলে শামস পরশের হাতে তুলে দেয়া হলো।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের মধ্য দিয়ে পরশকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আর চমক দেখিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মঈনুল হোসেন খান নিখিল।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশন শেষে যুবলীগের নতুন নেতৃত্ব ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে কাউন্সিল অধিবেশনে চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশের নাম প্রস্তাব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম। প্রস্তাবটি সমর্থন করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পরশ।
৫১ বছর বয়সী পরশ বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষে তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে আবারো স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শিশুকালে মা-বাবাকে হারানো পরশ ও তার ছোট ভাই তাপস চাচা-চাচির সংসারে বড় হন।
কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক পদে সাতজনের নাম প্রস্তাব আসে। তারা হলেন মহিউদ্দিন আহমেদ মহি, অ্যাডভোকেট বেলাল হোসেন, সুব্রত পাল, মনজুর আলম শাহিন, ইকবাল মাহমুদ বাবলু, বদিউল আলম ও মঈনুল হোসেন খান নিখিল। পদপ্রত্যাশীদের মধ্যে সমঝোতার জন্য ২০ মিনিট সময় দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে সাধারণ সম্পাদক হিসেবে নিখিলের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
যুবলীগের কেন্দ্রীয় রাজনীতি না করলেও নিখিল এর আগে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি। সাধারণ সম্পাদক পদে যুবলীগের বর্তমান নেতৃত্বের মধ্যে বেশ কয়েকজনকে নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিশেষ আলোচনা থাকলেও নিখিল তেমন আলোচনায় ছিলেন না। ফলে তার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াটাকে চমক হিসেবে দেখছেন সংগঠনটির নেতাকর্মীরা।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)

দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা
টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের
চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে